উত্তর প্রদেশ সরকার , Drug inspectorদের এখন সিরাপ সহ নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকগুলি পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে ভেজাল বা নকল ওষুধ পাওয়া গেলে, inspectorরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করতে পারবেন। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৫ বছরের কম বয়সীদের কাফ সিরাপ না দেবার জন্য চিকিৎসকদের পরামর্শ জানান।
Site Admin | October 8, 2025 12:04 PM
উত্তর প্রদেশ সরকার , Drug inspectorদের এখন সিরাপ সহ নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকগুলি পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে