October 8, 2025 12:04 PM

printer

উত্তর প্রদেশ সরকার , Drug inspectorদের এখন সিরাপ সহ নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকগুলি পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে

উত্তর প্রদেশ সরকার , Drug inspectorদের এখন সিরাপ সহ নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকগুলি পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে ভেজাল বা নকল ওষুধ পাওয়া গেলে, inspectorরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করতে পারবেন। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৫ বছরের কম বয়সীদের কাফ সিরাপ না দেবার জন্য চিকিৎসকদের পরামর্শ জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।