উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলস্টেশনে কালকা-হাওড়া মেলের ধাক্কায় ৬ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আজ সকালে লাইন পেরোনোর সময় দ্রুতগামী ওই ট্রেনটি তীর্থযাত্রীদের ধাক্কা দেয়। জেলাশাসক পবন কুমার গঙ্গোয়ার জানিয়েছেন , তীর্থযাত্রীরা একটি লোকাল ট্রেন থেকে নেমে নদীতে পুন্য স্নানের জন্য লাইন পেরোচ্ছিলেন। এই সময়ই ওই দুঘটনা ঘটে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী জেলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালানোর নির্দেশ দিয়েছেন।