উত্তর প্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের এক কোটি ৮৬ লক্ষ মহিলাকে উৎসবের মরশুমে স্বস্তি দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আজ বিনামূল্যে দুটি করে এলপিজি সিলিন্ডার বিতরণ করবেন।
নতুন পরিকল্পনা অনুসারে প্রতিবছর দুটি পর্যায়ে, বিনামূল্যে এই এলপিজি সিলিন্ডার বন্টন করা হবে ।তার মধ্যে একটি দেওয়া হবে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এবং অন্যটি আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ।এর জন্য রাজ্যে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।প্রথম পর্যায়ে এক কোটি ২৩ লক্ষ আধার সংযুক্তিকরণ আছে এমন সুবিধাভোগী মহিলাদের এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। সুষ্ঠু বন্টন ব্যবস্থা বজায় রাখতে ৩৪৬ কোটি ৩৪ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রুপায়নের ক্ষেত্রে উত্তর প্রদেশ অনেকখানি এগিয়ে রয়েছে। সেখানে ১৮ কোটি ৬০ লক্ষ পরিবার সংযোগ পেয়েছে।