মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 11, 2024 8:12 PM

printer

উত্তর-পূর্ব ভারতে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তর-পূর্ব ভারতে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোঙ্কন,গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটকে আগামীকাল থেকে ১৫ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী পাঁচ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, এবং বিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম বিভাগ।
উত্তরাখণ্ড এবং মধ্য ভারতে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদেও এই সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।