উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটির উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। অন্যদিকে আগামী বৃহস্পতিবার ২৫ শে সেপ্টেম্বর , উত্তর বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হবার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।
এরফলে প্রায় সারা সপ্তাহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগামী ২৪ ঘন্টার জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায় রয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে আগামী শনিবার ২৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।