উত্তর – পূর্ব , ও পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতির লক্ষ্যে খুব শীঘ্রই গুয়াহাটি এবং কলকাতার মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করতে চলেছে, যা দূরপাল্লার রাত্রিকালীন রেলযাত্রার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হবে ।
নতুন প্রজন্মের এই ট্রেনটি ১৬টি কোচের রেক দিয়ে চলবে এবং মোট যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন। এই ট্রেনটিতে ১১টি এসি থ্রি-টিয়ার কোচ, ৪টি এসি টু-টিয়ার কোচ এবং ১টি ফার্স্ট এসি কোচ থাকবে, যা বিভিন্ন শ্রেণির যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের সুযোগ প্রদান করবে।
যাত্রীদের সুবিধার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডিজাইন করা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে থাকবে আর্গোনমিক্যালি ডিজাইন করা কুশনযুক্ত বার্থ, উন্নত মানের আরামপ্রদ রাইড-এর জন্য অত্যাধুনিক সাসপেনশন সিস্টেম, শব্দ কমানোর প্রযুক্তি, ভেস্টিবিউলসহ স্বয়ংক্রিয় দরজা এবং একটি আধুনিক যাত্রী তথ্য ব্যবস্থা। দিব্যাঙ্গজন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, আধুনিক শৌচাগার এবং উন্নত জীবাণুনাশক প্রযুক্তি পরিচ্ছন্নতা, সহজগম্যতা এবং আরামদায়ক ট্রেন ভ্রমণের অনুভব আরও বৃদ্ধি করবে। ট্রেনটিতে কবচ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, জরুরি যাত্রী টক-ব্যাক ইউনিট এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ একটি অত্যাধুনিক চালক কক্ষ থাকবে। এর অ্যারোডাইনামিক বাহ্যিক রূপ এবং পরিশীলিত অভ্যন্তরীণ সজ্জায় থাকবে দেশীয় রেল প্রকৌশল ও নকশার সর্বশেষ চিত্র।
এই পরিষেবা চালুর ফলে আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ট্রেনটি চালু হলে আসামের কামরূপ মেট্রোপলিটন ও বঙ্গাইগাঁও এবং পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলী ও হাওড়া প্রভৃতি জেলার বাণিজ্য, পর্যটন এবং আর্থ-সামাজিক উন্নয়নেও সহায়তা হবে বলে মনে করা হচ্ছে।
Site Admin | January 11, 2026 7:46 AM
উত্তর – পূর্ব , ও পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতির লক্ষ্যে খুব শীঘ্রই গুয়াহাটি এবং কলকাতার মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করতে চলেছে, যা দূরপাল্লার রাত্রিকালীন রেলযাত্রার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হবে ।