মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 21, 2025 8:40 PM

printer

উত্তর দিনাজপুরে সংখ্যালঘু দপ্তরের কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগে CID, দু’জনকে গ্রেপ্তার করেছে

উত্তর দিনাজপুরে সংখ্যালঘু দপ্তরের কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগে CID, দু’জনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় মোট সাত জনকে ধরা হল।

ধৃত পঞ্চু বসাক ও অশোক বসাকের বাড়ি করণদীঘি থানার মেহেন্দাবাড়িতে। পেশায় গৃহ শিক্ষকতার পাশাপাশি এরা এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

গোপন খবরের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে গতকাল এদের ধরা হয়। ধৃতদের আজ রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক ৫’দিনের CID হেফাজতের নির্দেশ দেন।

 উল্লেখ্য, পঞ্চু বসাককে এর আগে CID ২০২২-এও আরো একবার গ্রেপ্তার করেছিল। তখন তার বাড়ি থেকে উদ্ধার হয় ৬১০টি বিভিন্ন ব্যাঙ্কের ATM কার্ড।