মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 26, 2025 12:21 PM

printer

উত্তর কলকাতার কুমারটুলি ঘাটে ট্রলিব্যাগ করে মৃতদেহ গঙ্গায় ফেলার সময় ধৃত মা ও মেয়েকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

উত্তর কলকাতার কুমারটুলি ঘাটে ট্রলিব্যাগ করে মৃতদেহ গঙ্গায় ফেলার সময় ধৃত মা ও মেয়েকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। আরতি ঘোষ ও ফাল্গুণী ঘোষ নামে এই দুজনের বিরুদ্ধে পুলিশ উত্তর বন্দর থানায় একটি মামলা রুজু করেছে।

এদিকে, ফাল্গুণী ঘোষের পিসিশাশুড়ি খুনের ঘটনায় গতকাল গভীর রাত পর্যন্ত মধ্যমগ্রামে অভিযুক্তদের বাড়িতে পুনর্নমির্মাণের কাজ চলে। উত্তর বন্দর ও মধ্যমগ্রাম থানার পুলিশ যৌথভাবে এই পুনর্নির্মাণ করে।

দুই মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত দু’জন সম্পর্কে মা ও মেয়ে। এদের বিরুদ্ধে

আগেই জানানো হয়েছে, আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুণী মধ্যগ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখানে অসমের জোরহাট থেকে এসেছিলেন ফাল্গুনীর পিসি শাশুড়ি সুমিতা ঘোষ। সোমবার রাতে বচসার সময় মা ও মেয়ে ভারী কিছু দিয়ে তাঁকে আঘাত করলে মৃত্যু হয় সুমিতা দেবীর।

গতকাল সকালে তারা ট্রলিতে করে সেই মৃতদেহ নিয়ে গঙ্গায় ফেলতে যান কুমরটুলির ঘাটে। সেই সময় স্হানীয় বাসিন্দারা তা দেখে ফেলে পুলিশে খবর দেয়। ধৃত দুজন প্রথমে ওই ট্রলিতে তাঁদের পোষা কুকুরের দেহ আছে বলে দাবী করলেও, পুলিশ তা’ খুলে সুমিতা দেবীর মুন্ডহীন দেহ উদ্ধার করে।