উত্তর ইরান থেকে ১ শো ১০ জন ভারতীয় ছাত্রছাত্রীদের নিয়ে নতুন দিল্লীতে আজ ভোররাতে একটি বিমান এসে পৌঁছেছে। ইজরায়েল ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে ভারতে অপারেশন সিন্ধু প্রকল্পের প্রথম ধাপে এই ভারতীয় শিক্ষার্থীদের আর্মেনিয়ার মধ্য দিয়ে সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনা হলো। ইরান ও আর্মেনিয়ায় ভারতীয় আধিকারিকদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমে এই ছাত্রছাত্রীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে পৌঁছন। তারপরে সেখান থেকে একটি বিশেষ বিমানে তাঁরা ভারতে পৌঁছন। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেছনে ইরান ও আর্মেনিয়ার সরকারের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক।
আকাশবাণী সংবাদের সঙ্গে কথা বলে তেহেরানে পাঠরত এমবিবিএস শিক্ষার্থী আমান নাজার তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
আরও এক ডাক্তারি পড়ুয়া জেহরান ভাট, ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
জম্মু কাশ্মীরের আরও এক শিক্ষার্থী, টি ইসলাম বিদেশমন্ত্রকের ভূমিকার প্রশংসা করেছেন।
ভারত বিদেশে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এই অভিযানের অংশ হিসেবে, ইরানে ভারতীয় দূতাবাস বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের ইরানের অভ্যন্তরে তুলনামূলকভাবে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যেতে এবং সম্ভাব্য বিকল্পগুলি ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনতে সাহায্য করছে। ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের তেহরানের ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন এবং নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন নম্বরগুলি হল +৯৮ ৯১২৮১০৯১১৫, এবং +৯৮ ৯১২৮১০৯১০৯। হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নম্বরগুলি হল +৯৮ ৯০১০৪৪৫৫৭, +৯৮ ৯০১৫৯৯৩৩২০, এবং +৯১ ৮০৮৬৮৭১৭০৯।