মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 21, 2024 4:39 PM

printer

উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি আজ সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে

উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি আজ সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৩ তারিখে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা। ক্রমশ ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৪ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার এটি ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছবে। ওই দিন রাত এবং ২৫ তারিখ শুক্রবার সকালের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় রূপে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলের পুরী এবং সাগরদ্বীপের মধ্যবর্তী অংশ অতিক্রম করবে। এই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। অনেক জায়গায় ভারী থাকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডঃ সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন।