July 7, 2024 10:11 AM

printer

উত্তরাখন্ডে ভারী বৃষ্টির কারনে  ভূমিধসের ফলে  বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে।

উত্তরাখন্ডে ভারী বৃষ্টির কারনে  ভূমিধসের ফলে  বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে।  আবহাওয়া দফতর রবিববার পর্যন্ত ওই রাজ্যে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।  অবিরাম বৃষ্টিতে উত্তরাখন্ডের স্বাভাবিক জনজীবন ব্যাহত। চামোলি জেলায় বদ্রীনাথ জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় ধস নামার ফলে যান চলাচল বন্ধ রয়েছে।  রুদ্রপ্রয়াগ -গৌরীকুন্ড জাতীয় সড়কে ফাটার কাছে দলিয়াদেবীতেও রাস্তা বন্ধ রয়েছে। উত্তরকাশিতে ভারী বৃষ্টির ফলে জেলা প্রশাসন গোমুখ যাত্রা স্থগিত রেখেছে।   কুমায়ুন পাউরি এবং চামোলি জেলায় রবিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির লালসতর্কতা জারি করা হয়েছে।