মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 11:48 AM

printer

উত্তরাখন্ডে উত্তরকাশির ধারালি জেলায় গতকালের মেঘ ভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তত্পরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে।

উত্তরাখন্ডে উত্তরকাশির ধারালি জেলায় গতকালের মেঘ ভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তত্পরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে। সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি আর এফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এস ডি আর এফ এবং জেলা প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। এপর্যন্ত ১৩০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রান শিবিরগুলি থেকে সরবরাহ করা হচ্ছে খাবার, জল এবং ওষুধপত্র।

চতুর্দশ রাজপুতানা রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল হর্ষবর্ধনের নেতৃত্বে প্রায় দেড়শো জন সেনাকর্মী দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ করছেন। এছাড়াও আছে তিনটি এসডিআরএফ-এর দল। এসডিআরএফ এর কমান্ডার অর্পন যদুবংশী জানিয়েছেন একটানা প্রবল বর্ষণ ও হঠাত্ আচমকা বন্যায় বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে সমস্যা দেখা দিচ্ছে ত্রাণ কাজে।

পূর্ত দপ্তর ও সীমান্ত সড়ক সংস্থা ডিআরও রাস্তা থেকে ধস সরানোর কাজ চালাচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গতরাতে দেরাদুন বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখে। চিনি দুর্গতদের অবিলম্বে পুনর্বাসন এবং প্রয়োজনীয় সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ও বিদ্যুত্ পরিষেবা পুনরুত্থান না হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা ও জরুরী নয় এমন প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন তিনি। হোমস্টে ও হোটেলগুলিকে খাবার দালার, ও ওষুধপত্র ও বাসস্থানের ব্যবস্থা রাখতেও নির্দেশ দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।