মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 29, 2025 9:47 PM

printer

উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা

উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চামোলি জেলার দেওয়াল ব্লকে একটি বাড়ি ভেঙে দু’জনের মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চলেছে।  অন্যদিকে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রুদ্রপ্রয়াগ জেলার বাসুকেদার এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।  রুদ্রপ্রয়াগের জেলাশাসক প্রতীক জৈন জানিয়েছেন, এখনো কিছু ব্যক্তির মাটির নিচে চাপা পড়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষদের  নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার  জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে।  NDRF, SDRF, পুলিশ এবং রাজস্ব বিভাগ ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী ক্ষতিগ্রস্ত এলাকার জেলা শাসকদের ভার্চুয়াল  মাধ্যমে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুততর করার নির্দেশ দিয়েছেন। এদিকে, বৃষ্টি এবং ভূমি ধসের ফলে রাজ্যের পাহাড়ি অঞ্চলের বেশ কয়েকটি সড়ক, জাতীয় মহাসড়ক বন্ধ রয়েছে। সেগুলি  পুনরায় খোলার জন্য প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা  নেওয়া হয়েছে।  বৃষ্টির কারণে রাজ্যের প্রধান নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাওয়ায়,  আজ চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং দেরাদুন জেলায় লাল সতর্কতা এবং উত্তরকাশী, হরিদ্বার, পিথোরাগড়, উধম সিং নগর এবং চম্পাওয়াট জেলায় কমলা সতর্কতা  জারি করা হয়েছে।