উত্তরাখন্ডের চামোলি জেলার নন্দনগর অঞ্চলে গতরাতে মেঘভাঙ্গা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওই এলাকা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১১ জন এখনো নিখোঁজ। উদ্ধার ও ত্রাণকার্য চলেছে। প্রায় দু’শোজন গ্রামবাসীকে নন্দনগর অঞ্চল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের AIIMS হৃষিকেশে স্থানান্তরিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী আজ দেরাদুনের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ঐ অঞ্চলে অতিশীঘ্র বিদ্যুৎ এবং জল সরবরাহের নির্দেশ দেন।
সোমবার রাতের প্রবল বৃষ্টিতে দেরাদুনে মৃতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে। ১৭ জন এখনো নিখোঁজ । এনডিআরএফ, এসডিআরএফ এবং জেলা প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে।