উত্তরাখণ্ড এ ৩৫ দিন ধরে মারাত্মক বৃষ্টি ও উত্তর কাশীর ধারালি দুর্ঘটনার পর গঙ্গোত্রী ধামে পুন্যার্থিদের যাত্রা পুনরায় শুরু হয়েছে। প্রশাসন ও সীমান্ত সড়ক সংস্থার যৌথ তৎপরতায় এটি সম্ভব হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত গঙ্গোত্রী জাতীয় সড়ক সংস্কারের পর তা যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে বিশেষ শাটল বাস পরিষেবার মাধ্যমে এই যাত্রা চালু রয়েছে।
Site Admin | September 10, 2025 10:29 AM
উত্তরাখণ্ড এ ৩৫ দিন ধরে মারাত্মক বৃষ্টি ও উত্তর কাশীর ধারালি দুর্ঘটনার পর গঙ্গোত্রী ধামে পুন্যার্থিদের যাত্রা পুনরায় শুরু হয়েছে।
