July 28, 2025 11:26 AM

printer

উত্তরাখণ্ডে, হরিদ্বারে মনসা দেবী মন্দিরের প্রবেশপথে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আট

উত্তরাখণ্ডে, হরিদ্বারে মনসা দেবী মন্দিরের প্রবেশপথে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আট। আহত ৩০ । পবিত্র শ্রাবণ মাসে মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের সমাগম হওয়ায় এই ঘটনা ঘটে। পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, ওই অঞ্চলে ইলেকট্রিক শক খেয়েছেন কেউ, এ ধরণের গুজব ছড়ানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়।  নিহতরা মূলত উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ এবং বিহারের বাসিন্দা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

হরিদ্বারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।