উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় এবছর প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়েছে। এপ্রিলের তিরিশ তারিখে শুরু হওয়া এই সফরে এর মধ্যেই দশ লক্ষেরও বেশি পূন্যার্থী পবিত্র কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী দর্শন করেছেন। সরকারী সূত্রে জানা গেছে কেদারনাথে চার লক্ষ, বদ্রীনাথে দুই লক্ষ এবং গঙ্গোত্রী ও যমুনোত্রীতে তিন লক্ষ পয়ষট্টি রও বেশি ভক্ত এই স্থানগুলি দর্শন করেছেন। দর্শনার্থীদের সুবিধার জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম বন্দোবস্ত করা হয়েছে।
স্বাস্থ্য শিবির, মোবাইল স্বাস্থ্য ইউনিট ও একশো আটটি অ্যাম্বুল্যান্সের সুবিধা রাখা হয়েছে পূন্যার্থীদের জন্য।