মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 20, 2025 11:32 AM

printer

উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় এবছর প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়েছে।

উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় এবছর প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়েছে। এপ্রিলের তিরিশ তারিখে শুরু হওয়া এই সফরে এর মধ্যেই দশ লক্ষেরও বেশি পূন্যার্থী পবিত্র কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী দর্শন করেছেন। সরকারী সূত্রে জানা গেছে কেদারনাথে চার লক্ষ, বদ্রীনাথে দুই লক্ষ এবং গঙ্গোত্রী ও যমুনোত্রীতে তিন লক্ষ পয়ষট্টি রও বেশি ভক্ত এই স্থানগুলি দর্শন করেছেন। দর্শনার্থীদের সুবিধার জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম বন্দোবস্ত করা হয়েছে।

স্বাস্থ্য শিবির, মোবাইল স্বাস্থ্য ইউনিট ও একশো আটটি অ্যাম্বুল্যান্সের সুবিধা রাখা হয়েছে পূন্যার্থীদের জন্য।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।