February 11, 2025 9:52 AM

printer

উত্তরাখণ্ডে গতকাল জাতীয় গেমসে টেবল টেনিসে বাংলা, পুরুষ ও মহিলাদের দলগত  বিভাগে স্বর্ণ পদক জয় করেছে

উত্তরাখণ্ডে গতকাল জাতীয় গেমসে টেবল টেনিসে  বাংলা, পুরুষ ও মহিলাদের দলগত  বিভাগে স্বর্ণ পদক জয় করেছে। পুরুষদের ফাইনালে বাংলা ৩-০ মহারাষ্ট্র কে হারিয়ে দেয়। বাংলা দলে ছিলেন আকাশ পাল, সৌরভ সাহা, রোহিত ভঞ্জ, অনিকেত সেন চৌধুরী। 

মহিলাদের ফাইনালে বাংলা ৩-১ মহারাষ্ট্রকে পরাজিত করে। সূতীর্থা মুখার্জী, ঐহিকা মুখার্জী, পয়মন্তি বৈশ্য ছিলেন বাংলা দলে।

বাংলা ১১ টি সোনা,৮ টি রূপো,১১ টি ব্রোঞ্জ সহ ৩০ টি পদক জিতে  পদক তালিকার ত্রয়োদশ স্থানে আছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।