উত্তরাখণ্ডে, উত্তরকাশী জেলার ধারালি-হরসিল অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত গতিতে চলেছে। একটি চিনুক হেলিকপ্টার গতকাল উদ্ধার কাজে লাগানো হয়। এখনো পর্যন্ত ৩৭২ জনকে নিরাপদে উদ্ধার করে গঙ্গোত্রী অঞ্চল থেকে হারসিলে আনা হয়েছে। সেনাবাহিনী, বিমানবাহিনী, আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ এবং পুলিশ-প্রশাসনের যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত কবলিত এলাকায় ত্রাণ কার্য পরিচালনা করছে। আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে, ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া অনেক মানুষকে হেলিকপ্টারে ধারালি-হরসিল থেকে আইটিবিপি মাতলি ক্যাম্প এবং দেরাদুনের জলি গ্রান্ট হেলিপ্যাডে নিয়ে আসা হয়েছে । প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি মেটাতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে ত্রাণ, উদ্ধার এবং পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Site Admin | August 8, 2025 10:20 AM
উত্তরাখণ্ডে, উত্তরকাশী জেলার ধারালি-হরসিল অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত গতিতে চলেছে।