August 8, 2025 10:20 AM

printer

উত্তরাখণ্ডে, উত্তরকাশী জেলার ধারালি-হরসিল অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত গতিতে চলেছে।

উত্তরাখণ্ডেউত্তরকাশী জেলার ধারালি-হরসিল অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত গতিতে চলেছে।  একটি চিনুক হেলিকপ্টার গতকাল উদ্ধার কাজে লাগানো হয়। এখনো পর্যন্ত ৩৭২ জনকে নিরাপদে উদ্ধার করে গঙ্গোত্রী অঞ্চল থেকে হারসিলে আনা হয়েছে। সেনাবাহিনীবিমানবাহিনীআইটিবিপিএনডিআরএফএসডিআরএফ এবং পুলিশ-প্রশাসনের যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত কবলিত এলাকায় ত্রাণ কার্য পরিচালনা করছে। আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে, ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া অনেক মানুষকে হেলিকপ্টারে ধারালি-হরসিল থেকে আইটিবিপি মাতলি ক্যাম্প এবং দেরাদুনের জলি গ্রান্ট হেলিপ্যাডে নিয়ে আসা হয়েছে । প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি মেটাতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে ত্রাণউদ্ধার এবং পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।