উত্তরাখণ্ডে উঁচু এলাকায় লাগাতার বৃষ্টির ফলে নদ-নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। হরিদ্বারে গঙ্গার জলস্তর অনেকটাই বেড়ে গেছে। আবহাওয়া দপ্তর দেরাদুন, পৌড়ি, তেহেরি, হরিদ্বার, নৈনিতাল, চম্পাওয়াত, উধমসিং নগরে লাল সংকেত জারি করেছে। বাগেশ্বর এবং রুদ্রপ্রয়াগ জেলায় জারি করা হয়েছে কমলা সংকেত। উত্তর কাশি জেলায় মেঘভাঙা বৃষ্টির পর ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জরুরী বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর সব জেলাশাসকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতির পরেই যাত্রা শুরুর সিদ্ধান্ত হবে।
Site Admin | June 30, 2025 9:36 AM
উত্তরাখণ্ডে উঁচু এলাকায় লাগাতার বৃষ্টির ফলে নদ-নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছে।
