মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 12, 2025 12:12 PM

printer

উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল গেমসে গতকাল বাংলা জিমন্যাস্টিক্সে একটি সোনা ও তিনটি রূপো পেয়েছে

উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল গেমসে গতকাল বাংলা জিমন্যাস্টিক্সে একটি সোনা ও তিনটি রূপো পেয়েছে। আর্টিস্টিক জিমন্যাস্টিক্স এ বাংলার মেয়েরা স্বর্ণ পদক জয় করেছে। বাংলা দলে ছিলেন প্রণতি দাস, বিদিশা গায়েন , প্রতিষ্ঠা সামন্ত, ঋতু দাস এবং জিনিয়া দেবনাথ।

জিমন্যাস্টিক্স এ Acrobatic pair ইভেন্টে রিম্পা দেবনাথ ও স্নেহা দেবনাথ রূপো পেয়েছেন। মহিলাদের Trio ইভেন্টে প্রিয়ঙ্কা দেবনাথ, সঙ্গীতা বিশ্বাস, স্নেহা মন্ডল এবং অল রাউন্ড আর্টিস্টিক individual ইভেন্টে প্রণতি দাস রূপো জিতেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।