February 6, 2025 5:47 PM

printer

উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল গেমসে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে সার্ভিসেসের নীরজ কুমার সোনা জিতেছেন।

উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল গেমসে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে সার্ভিসেসের নীরজ কুমার সোনা জিতেছেন।
মধ্যপ্রদেশের ঐশ্বর্য্য প্রতাপ সিং তোমর রূপো এবং মহারাষ্ট্রের স্বপ্নীল সুরেশ কুশালে ব্রোঞ্জ জিতেছেন।
এদিকে, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে হরিয়ানার সুরুচি এবং প্রমোদ সোনা জিতেছে।
উল্লেখ্য ২৯-টি স্বর্ণ পদক নিয়ে কর্ণাটক পদক তালিকার শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে সার্ভিসেস। তারা পেয়েছে ২৮-টি সোনা।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।