উত্তরাখণ্ডের শ্রী কেদারনাথ ধামের কপাট খুলবে আগামী ২রা মে ও শ্রী বদ্রীনাথ ধাম দর্শনার্থীদের জন্য ৪ঠা মে খুলবে বলে জানিয়েছে মন্দির কমিটি। পাশাপাশি চারধামের বাকি দুই ধাম যমুনোত্রী ও গঙ্গোত্রী চলতি মাসের ৩০ তারিখ খুলে যাবে বলে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, দর্শনার্থীদের সুরক্ষায় সরকার বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে। এই চারধাম যাত্রার সঙ্গে উত্তরাখণ্ডের অর্থনীতি জড়িয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।