মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 10, 2024 1:29 PM

printer

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ জাতীয় সড়কের শোন প্রয়াগের কাছে গতসন্ধ্যায় ভারী বৃষ্টির দরুণ ভূমিধ্বসে পাঁচজন তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছে

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ জাতীয় সড়কের শোন প্রয়াগের কাছে গতসন্ধ্যায় ভারী বৃষ্টির দরুণ ভূমিধ্বসে পাঁচজন তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরো তিন।   ঘটনার পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী SDRF এবং পুলিশ দ্রুততার সঙ্গে ত্রাণ কার্য শুরু করে। সমস্ত মৃতদেহই উদ্ধার  করা হয়েছে। আহত তিনজনকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।  ইতিমধ্যেই ভূমিধ্বসে ভেঙে যাওয়া রাস্তা পরিস্কারের কাজ শুরু হয়েছে। আটকে পরা অন্যান্য তীর্থযাত্রীদের শোন প্রয়াগে নিয়ে আসা হয়েছে।