October 23, 2025 10:50 AM

printer

উত্তরাখণ্ডের প্রসিদ্ধ কেদারনাথ ও যমুনোত্রীধামের দরজা আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে, চিরাচরিত প্রথা অনুযায়ী ভাই ফোঁটার এই তিথিতে শীতকালীন সময়ের জন্য শ্রী কেদারনাথ এবং শ্রী যমুনোত্রী ধামের দরজা আজ থেকে ভক্তদের জন্য বন্ধ থাকবে।

উত্তরাখণ্ডের প্রসিদ্ধ কেদারনাথ ও যমুনোত্রীধামের দরজা আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে, চিরাচরিত প্রথা অনুযায়ী ভাই ফোঁটার এই তিথিতে শীতকালীন সময়ের জন্য শ্রী কেদারনাথ এবং শ্রী যমুনোত্রী ধামের দরজা আজ থেকে ভক্তদের জন্য বন্ধ থাকবে।

এই উপলক্ষ্যে আজ ভোর থেকে বৈদিক মন্ত্র পাঠ ও বিশেষ পূজার্চনা সম্পন্ন হয়েছে। দ্বার বন্ধ হওয়ার পর, বাবা কেদারের পঞ্চমুখী উৎসব মূর্তি উখিমঠের  ওঁকারেশ্বর মন্দিরে নিয়ে যাওয়া হবে।

উত্তরকাশীর শ্রী যমুনোত্রী ধামের দরজা বন্ধ করার প্রস্তুতিও পুরোদমে চলছে। দুপুর সাড়ে বারোটায় দরজা বন্ধ হওয়ার পর, দেবী যমুনার মূর্তি পালকি করে খরসালিতে, তাঁর শীতকালীন আবাসের উদ্দেশ্যে রওনা হবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।