উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ধরচুলা বেস ক্যাম্পে কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রীদের চতুর্থ দলকে থামানো হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ী উঁচু রাস্তায় ধস নামার ফলে কর্তৃপক্ষ যাত্রা স্থগিদ রেখেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ জন মহিলা সহ ৪৮ জন তীর্থযাত্রীর এই দল এখন ধরচুলায় অবস্থান করছেন। গতকাল তাদের গুঞ্জি পৌঁছানোর কথা ছিল এবং দুই রাত বিশ্রাম নেওয়ার পর, তাদের লিপুলেখ পাস দিয়ে কৈলাস মানস সরোবরের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল।
উল্লেখ্য, কৈলাস মানস সরোবর যাত্রা গত জুন মাসে শুরু হয়েছিল এবং আগস্টে শেষ হবে। কেন্দ্র পাঁচটি দলকে উত্তরাখণ্ড হয়ে লিপুলেখ গিরিপথ দিয়ে ভ্রমণের অনুমতি দিয়েছে। প্রতিটি দলে ৫০ জন যাত্রী রয়েছেন। অন্যদিকে সিকিম থেকে সরকার ৫০ জন যাত্রীর এক একটি দলসহ আরো ১০টি তীর্থযাত্রীর দলকে নাথু লা পাস দিয়ে মানস সরোবরে পৌঁছানোর অনুমতি দিয়েছে।