উত্তরাখণ্ডের চামোলি জেলায় রাতভর টানা বৃষ্টিতে থারালি তেহসিল সম্পূর্ণ বিপর্যস্ত। পাহাড় থেকে নেমে আসা ধ্বংসস্তূপে ধুয়ে মুছে গেছে বাড়িঘর, দোকানপাট, তেহেসিলের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের আবাসন ও দপ্তর সহ অন্যান্য সরকারী অফিস। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়ি। পাশাপাশি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেদারবাগড়, চেপাদোর মতো এলাকা। প্রশাসনের তরফে থারালি তেহসিল এলাকার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, জেলা প্রশাসন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে।