উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরলি এবং হরসিল এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির পর আজ সকাল থেকে যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধার ও ত্রাণের তৃতীয় দিনে তৎপরতা চলছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তরকাশীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানিয়েছেন যে SDRF, NDRF, সেনাবাহিনী, ITBP এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ত্রাণ কার্য চালাচ্ছে।
প্রতিকূল আবহাওয়া সত্বেও UCADA হেলিকপ্টার উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ধারালিতে এই ভয়াবহ দুর্যোগে, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে এগারো জন সেনা সদস্যও রয়েছেন। পাহাড় থেকে সমতল পর্যন্ত, অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাউরি গাড়োয়াল, চামোলি, হরিদ্বার এবং রুদ্রপ্রয়াগের মতো জেলাগুলিতে বৃষ্টি ও ভূমিধসের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে।