October 5, 2025 1:57 PM

printer

উত্তরবঙ্গে বেশ কিছু ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রের খবর

প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গে বেশ কিছু ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রের খবর। আজ নিউ জলপাইগুড়ি – আলিপুরদুয়ার – নিউ জলপাইগুড়ি টুরিস্ট স্পেশাল, ধুবড়ি – শিলিগুড়ি জংশন DEMU  এবং শিলিগুড়ি জংশন – বামনহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া গতকাল শিয়ালদা থেকে ছেড়ে যাওয়া শিয়ালদা – আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আজকে আলিপুরদুয়ার জংশন – দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, কামাখ্যা – Dr. আম্বেদকর নগর এক্সপ্রেস ঘুর পথে চালানো হবে।আজ আলিপুরদুয়ার জংশন – শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস বিন্নাগুড়ি এবং শিলিগুড়ি জংশন – ধুবড়ী DEMU গুলমা স্টেশন পর্যন্ত যাবে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।