উত্তরবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় রাজ্য সরকার সেখানকার জেলা প্রশাসনকে বিশেষভাবে সতর্ক করে দিয়েছে। তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধির ফলে প্লাবনের আশঙ্কা থাকায় নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার জন্য মুখ্যসচিব মনোজ পন্থ আজ নির্দেশ দিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব দুষ্মন্ত নারিয়ালাকে।
এছাড়াও, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বজায় রাখার মত বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। উত্তরবঙ্গের ছয় জেলাশাসককেও সর্তক করে দেওয়া হয়েছে।
এদিকে, কোনওরকম আগাম বার্তা না দিয়েই সিকিম সরকার জল ছেড়ে দেওয়ায় জলপাইগুড়ি ও শিলিগুড়ির বিস্তীর্ণ অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সেচমন্ত্রী মানস ভুঁইঞা অভিযোগ করেছেন। জলসম্পদ ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সিকিম থেকে কাদা, পাথর, গাছ ভেসে এসে তিস্তার গতিপথ অবরুদ্ধ করেছে। একের পর এক হড়পা বান নামছে ডুয়ার্সে। কেন্দ্রীয় সরকার এখনো কোন ব্যবস্থা না নেওয়ায়, পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। মালদহ ও মুর্শিদাবাদের নদী ভাঙন রোধে ৬১০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও সেচ মন্ত্রী জানান।