উত্তরবঙ্গের ৫ জেলায় সাম্প্রতিক দুর্যোগে ১২ হাজার ৬২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং- এই ৫ জেলায় ৬ হাজার ৫টি সম্পূর্ণ ও পাঁচ হাজার ছিয়াশিটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নবান্নে এই মর্মে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নতুন করে তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা সহায়তা দানের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, দুর্যোগ কবলিত এলাকায় পুনর্গঠন ও মেরামতির কাজ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন।
 
									