উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপির জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই ঘটনার পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বলেন, পশ্চিমবঙ্গে যে একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে তা পরিষ্কার। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। সংবিধানকে অস্ত্র হিসেবে ব্যবহারের কথাও বলেন তিনি।
তবে শ্রী বোস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর পেশাদার সম্পর্ক অটুট রয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধাও আছে, যোগাযোগ বন্ধ হয়নি। কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যা ঘটছে তাতে তিনি সন্তুষ্ট নন।