উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বন্টনের সময়ে আক্রান্ত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মূ এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজু এবং জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় সাক্ষাৎ করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্ষোভ প্রকাশ করে বলেন সাংসদ, বিধায়কের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দাজনক। গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ঘটনা কাম্য নয়।
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজেজু জানান, বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে বিস্তারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে তিনি জমা দেবেন। সাংসদ, বিধায়ক এর ওপর আক্রমণ হয়েছে কেন সেই বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সাংসদ বিধায়ক সহ রাজ্যের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান তিনি।