মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 9, 2025 9:13 AM

printer

উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলির সময় বিজেপির জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল CV আনন্দ বোস গতকাল দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর  সঙ্গে সাক্ষাৎ করেন।

উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলির সময় বিজেপির জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল CV আনন্দ বোস গতকাল দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর  সঙ্গে সাক্ষাৎ করেন। ওই ঘটনার পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বলেন, পশ্চিমবঙ্গে যে একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে তা পরিষ্কার।

উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মূর ওপর আক্রমণের ঘটনায় জাতীয় তপশিলি উপজাতি কমিশন রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং জলপাইগুড়ির পুলিশ সুপারকে চিঠি লিখে জকের মধ্যে ঘটনার বিস্তারিত তথ্য জানিয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।