July 8, 2025 2:35 PM

printer

উত্তরবঙ্গের জঙ্গেলে বন্যপ্রাণীদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার

উত্তরবঙ্গের জঙ্গেলে বন্যপ্রাণীদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জলদাপাড়াবক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পগরুমারা ও সুকনা বনাঞ্চলে তৈরি হতে চলেছে আধুনিক বন্যপ্রাণী হাসপাতাল। গুরুতর অসুস্থ ও আহত বন্যপ্রাণীদের উন্নত চিকিৎসার জন্য বহুদিন ধরেই বনদফতর ও পরিবেশবিদরা এই ধরনের হাসপাতাল তৈরির দাবি জানিয়ে আসছিলেন। বন দফতর সূত্রে জানা গিয়েছেওই হাসপাতালে সরীসৃপস্তন্যপায়ী ও পাখিদের জন্য আলাদা আলাদা চিকিৎসা বিভাগ থাকবে। সেখানে অপারেশন টেবিলঅ্যানেস্থেসিয়া ইউনিট, আল্ট্রাসোনোগ্রাফি ও ময়নাতদন্তের ব্যবস্থা সহ আধুনিক চিকিৎসা পরিকাঠামোর পাশাপাশি থাকবেন পূর্ণ সময়ের পশু চিকিত্সক আধিকারিকমেডিক্যাল টিম ও সহকারী কর্মীরা। এই হাসপাতালগুলো শুধুমাত্র সংশ্লিষ্ট বনাঞ্চলের নয়বরং গোটা উত্তরবঙ্গ থেকে উদ্ধার হওয়া আহত বা অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসার কেন্দ্রে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। হাতি বা বাইসনের মতো বৃহদাকার প্রাণীর চিকিৎসা কিছুটা সীমিত হলেও চিতাবাঘহরিণপাখি বা সাপের মতো ছোট ও মাঝারি প্রজাতির প্রাণীদের জন্য ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থা থাকবে।