মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 27, 2025 9:55 PM

printer

উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজে মহাকুম্ভে নিরন্তর পরিষেবা দেওয়ার জন্য স্বাস্হ্য ও সাফাই কর্মীদের ১০ টাকা করে অতিরিক্ত বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজে মহাকুম্ভে নিরন্তর পরিষেবা দেওয়ার জন্য স্বাস্হ্য ও সাফাই কর্মীদের ১০ টাকা করে অতিরিক্ত বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একথা ঘোষণা করেন। তিনি আজ মহাকুম্ভে যে সমস্ত সাফাই ও স্বাস্হ্য কর্মী, বাস চালক ও পুলিশ কর্মী কাজ করেছেন, তাদের সঙ্গে মত বিনিময় করেন। মহাকুম্ভকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য এদের ভুয়সী প্রশংসা করেন আদিত্যনাথ। যেসমস্ত স্বাস্হ্য ও সাফাই কর্মী ন্যূনতম ভাতা পাননি, তাদের প্রতিমাসে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া কুম্ভের জন্য যে সমস্ত ড্রাইভার বাস চালিয়েছেন, তাদেরও ১০ হাজার টাকা বোনাস দেওয়া হবে।  

নৌকোর মাঝিদের জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সাহায্য ও নৌকো দেওয়া হবে। এর জন্য মাঝিদের আগে নাম নথিভুক্ত করতে হবে এবং তারা পাঁচ লক্ষ টাকা করে সুরক্ষা ও স্বাস্হ্য বীমা পাবেন।