October 16, 2025 11:29 AM

printer

উত্তরপ্রদেশ সরকার, আজ সে রাজ্যের বিভিন্ন জেলায় দু’দিনের দিব্য দিওয়ালী মেলার আয়োজন করেছে

উত্তরপ্রদেশ সরকার, আজ সে রাজ্যের বিভিন্ন জেলায় দু’দিনের দিব্য দিওয়ালী মেলার আয়োজন করেছে। লখনৌ সহ অন্যান্য জেলায় আজ ও কাল চলবে এই মেলা। এখানে মেলায় দিব্যাং দের তৈরি পণ্য বিক্রি হবে। বিশেষ ভাবে সক্ষম মানুষের ক্ষমতায়ন বিভাগের পক্ষ থেকে এটিই প্রথম এই ধরণের ঐতিহ্যবাহী মেলা। পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণ ও দিব্যাং ক্ষমতায়ন প্রতি মন্ত্রী নরেন্দ্র কাশ্যপ বলেন, এই অনুষ্ঠানের লক্ষ্য, বিশেষ ভাবে সক্ষম মানুষদের আত্মবিশ্বাস দৃঢ় করতে তাঁদের হাতে তৈরি পণ্য সামগ্রীর কেনা বেচায় উৎসাহ দেওয়া।