উত্তরপ্রদেশ সরকার, আজ সে রাজ্যের বিভিন্ন জেলায় দু’দিনের দিব্য দিওয়ালী মেলার আয়োজন করেছে। লখনৌ সহ অন্যান্য জেলায় আজ ও কাল চলবে এই মেলা। এখানে মেলায় দিব্যাং দের তৈরি পণ্য বিক্রি হবে। বিশেষ ভাবে সক্ষম মানুষের ক্ষমতায়ন বিভাগের পক্ষ থেকে এটিই প্রথম এই ধরণের ঐতিহ্যবাহী মেলা। পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণ ও দিব্যাং ক্ষমতায়ন প্রতি মন্ত্রী নরেন্দ্র কাশ্যপ বলেন, এই অনুষ্ঠানের লক্ষ্য, বিশেষ ভাবে সক্ষম মানুষদের আত্মবিশ্বাস দৃঢ় করতে তাঁদের হাতে তৈরি পণ্য সামগ্রীর কেনা বেচায় উৎসাহ দেওয়া।
Site Admin | October 16, 2025 11:29 AM
উত্তরপ্রদেশ সরকার, আজ সে রাজ্যের বিভিন্ন জেলায় দু’দিনের দিব্য দিওয়ালী মেলার আয়োজন করেছে