December 16, 2025 7:33 PM

printer

উত্তরপ্রদেশের মথুরায় আজ সকালে ঘন কুয়াশার জেরে বেশ কয়েকটি বাসের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন সত্তর জনেরও বেশি।

উত্তরপ্রদেশের মথুরায় আজ সকালে ঘন কুয়াশার জেরে বেশ কয়েকটি বাসের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন সত্তর জনেরও বেশি। যমুনা এক্সপ্রেসওয়ের ওপর মথুরা-বলদেব এলাকায় এই সংঘর্ষের ফলে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় থানার পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের স্পেশাল সুপারিন্টেনডেন্ট শ্লোক কুমার জানিয়েছেন, ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমোচ্ছিলেন, যার ফলে আগুনের গ্রাস থেকে তাঁরা বেরতে পারেননি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা ক’রে এবং আহতদের ৫০ হাজার টাকা ক’রে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। যথাযথভাবে উদ্ধারকাজ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।