মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 17, 2024 11:24 AM

printer

উত্তরপ্রদেশের বিজেপি নেতা বাবা গোরক্ষনাথ এলাহাবাদ হাইকোর্ট থেকে নির্বাচনী পিটিশন প্রত্যাহার করে নিলেন।

এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে দাখিল করা নির্বাচন সংক্রান্ত আবেদন, উত্তরপ্রদেশের বিজেপি নেতা বাবা গোরনাথ তুলে নেওয়ায় মিল্কিপুর বিধানসভা আসনে উপনির্বাচনের পথে আর কোনো বাধা রইল না। রাজ্যে ৯টি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষিত হলেও ফৈজাবাদের অন্তর্গত মিলকিপুরের নাম তালিকায় ছিল না। ২০২২-এর নির্বাচনে এই আসনে জয়ী প্রার্থী অবধেশ প্রসাদের বিরুদ্ধে গোরখনাথ, নির্বাচনী হলফনামা হিসেবে দাখিল করা তার নোটারি সঠিক ছিল না বলে আদালতের দ্বারস্থ হন। অবধেশ প্রসাদ বর্তমানে সমাজবাদী পার্টির ফৈজাবাদ কেন্দ্রের সাংসদ। গোরখনাথ ২০১৭-য় বিজেপি প্রার্থী হিসেবে মিল্কিপুরে জিতেছিলেন।