উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ঔশানেশ্বর মহাদেব মন্দিরে আজ সকালে টিনের শেডের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১৭ জন। শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন পুণ্যার্থীরা। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
বারাবাঁকির জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী জানিয়েছেন, শ্রাবণ মাসের সোমবারে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিলেন। কয়েকটি বাঁদরের লাফালাফিতে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের শেডের উপর পড়ে। তার জেরেই প্রায় ১৯ জন তড়িদাহত হন। কয়েক জনকে ত্রিবেদীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করানো হয়েছে।