উত্তরপ্রদেশের নয়ডায় আজ দেশের প্রথম উচ্চ সহনক্ষমতা সম্পন্ন কাচ উত্পাদনকারী কারখানার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণো বলেন, উচ্চ সহন ক্ষমতা সম্পন্ন কাচ মোবাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশে এর উত্পাদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারত গত ১১ বছরে অভাবনীয় উন্নতি করেছে। এই ক্ষেত্রে উত্পাদন বেড়েছে প্রায় ৬ গুণ। উত্পাদন মূল্য এখন দাঁড়িয়েছে সাড়ে ১১ লক্ষ কোটি টাকায়। যার মধ্যে রপ্তানি হচ্ছে তিন লক্ষ কোটি টাকার ওপর। কর্ম সংস্থান হয়েছে ২৫ লক্ষ মানুষের । মন্ত্রী আরো বলেন , জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ। এর অর্থ ২০২৫ ২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি স্থিতিশীলতার সঙ্গে এগিয়ে চলেছে। মোবাইল ফোনের চিপ, কভার গ্লাস সহ সমস্ত যন্ত্রাংশ এবং ল্যাপটপ ,সার্ভার এর যন্ত্রাংশ ইত্যাদি ধাপে ধাপে ভারত নিজেই তৈরি করবে। বিশ্বের বৈদ্যুতিন উৎপাদন ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। মন্ত্রী জানিয়েছেন মেড ইন ইন্ডিয়া চিপ খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে, যা দেশের আত্মনির্ভরতার পথে আরো একটি মাইলস্টোন হয়ে উঠবে। আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত ২০৪৭ এর লক্ষ্যে দেশের যুবশক্তিকে কঠোর পরিশ্রমের আহ্বান জানান মন্ত্রী।
আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, Optiemus Electronics , মার্কিন যুক্তরাষ্ট্রের Corning Incorporated সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বমানের উচ্চ কাজ উৎপাদন করবে। এগুলি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ছাড়া হবে।