মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 3, 2025 1:06 PM

printer

উত্তরপ্রদেশের গোন্ডায় আজ সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে

উত্তরপ্রদেশের গোন্ডায় আজ সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরসরাই-আলাভাল দেওরিয়া রোডের উপর রেহড়া গ্রামের কাছে পুণ্যার্থী বোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরযু  সেতুর কাছে খালে গড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে পৃথ্বীনাথ মন্দিরগামী ১৫ জন পুণ্যার্থী ছিলেন বলে জানা গিয়েছে। ইঠিয়াঠক থানার অফিসার ইন চার্জ, কে জি রাও জানিয়েছেন, খাল থেকে ১১ টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।চারজনকে নিরাপদে বের করে আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।