মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 19, 2025 1:04 PM

printer

উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ সন্ধ্যায় দীপোত্সব শুরু হতে চলেছে

উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ সন্ধ্যায় দীপোত্সব শুরু হতে চলেছে। ভগবান শ্রী রামের অযোধ্যায় ফিরে আসার ঘটনাকে স্মরণ করে এই উত্সব অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছর ২৬ লক্ষেরও বেশি প্রদীপ অযোধ্যা শহর জুড়ে প্রজ্জ্বলিত হয়েছিল। এবছর সেই রেকর্ড ভেঙে রামকিকৌরির ৫৬ টি ঘাট বরাবর ২৬,১১,১০১ টি মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হবে, যা পবিত্র সরযূ নদীকে এক অপূর্ব স্বর্গীয় সৌন্দ্যর্যে আলোকিত করবে। অযোধ্যার এই দীপোত্সব সারা বিশ্বের সামনে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গরিমা তুলে ধরে।