উচ্চ প্রাথমিকে ১ হাজার ২৪১ জনকে বিভিন্ন বিষয়ে শূণ্যপদ অনুয়ায়ী নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে নির্দেশ দিয়েছেন মোট ৫ হাজার ৪০১ টি শূন্যপদের মধ্যে এই ১ হাজার ২৪১ জনকে কাউন্সেলিং করে নিয়োগপত্র দিতে হবে।
উল্লেখ্য হাইকোর্টের নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশন, গত বছর ২৬ সেপ্টেম্বর ১৪ হাজার ৫২ টি শূণ্যপদে নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে। । ইতিমধ্যে ৮ দফায় কাউন্সেলিংও হয়েছে।
কিন্তু বিভিন্ন বিষয়ে সংরক্ষণের নিয়ম অনুযায়ী প্রার্থীদের নিয়োগে সমস্যা হচ্ছে, শূন্যপদ থেকে গেলেও যোগ্য প্রার্থীরা নিয়োগ পাচ্ছে না বলে কমিশন আদালতে জানায়। এর ভিত্তিতে হাইকোর্ট শিক্ষাদপ্তরকে নির্দেশ দিয়েছে প্রয়োজনে সংরক্ষিত শূন্যপদ না থাকলেও প্রার্থীদের যোগ্যতার নিরিখে জেনারেল পদেই নিয়োগ করতে হবে। আদালতের এই নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কাটতে চলেছে বলে আইনজীবীরা মনে করছেন।