উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য শেষ কাউন্সিলিং-এর দিন ধার্য হয়েছে ১৪’ইমে।
স্কুল সার্ভিস কমিশন SSC-র পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিবৃতি জারি করা হয়।
SSC সূত্রে জানানো হয়েছে, আগামীকাল এসংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করা হবে। প্রায় ১৪’শ প্রার্থীর এই কাউন্সিলিং-এ অংশ গ্রহণের কথা।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকের বাকি কাউন্সিলিং দ্রুত শেষ করার নির্দেশ দেয়। তার পরেই এই সূচী ঘোষণা করা হল।
হাইকোর্টে এসংক্রান্ত পরবর্তী শুনানি হবে ১৬’ই মে।