উইম্বলডন টেনিসে ষষ্ঠ বাছাই এবং সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ শীর্ষ বাছাই ইতালির জানিক সিনার-এর বিরুদ্ধে খেলবেন। ৩৮ বছর বয়সী সার্বিয়ার নোভাক জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লাম খেতাব জেতার জন্য আর মাত্র দুটি খেলায় জয়ী হতে হবে।
অপর সেমিফাইনালে পঞ্চম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজ, দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন।
উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পোল্যান্ডের ইগা সুইয়াতেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা পরস্পরের মুখোমুখি হবেন।
২০২৪-এর প্যারিস অলিম্পিকে টেনিসে ব্রোঞ্জ পদকজয়ী সুইয়াতেক, গতরাতে সেমিফাইনালে, অবাছাই সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনসিককে সরাসরি সেটে ৬/২,
৬/০ গেমে হারিয়ে দেন। আগামীকাল ফাইনালে, সুইয়াতেক তাঁর ষষ্ঠ গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবেন।
এদিকে অপর সেমিফাইনালে অঘটন ঘটিয়েছেন ত্রয়োদশ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। তিনি গত সন্ধ্যায় শীর্ষ বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে ৬/৪, ৪/৬, ৬/৪ গেমে পরাজিত করে মহিলা সিঙ্গেলসের ফাইনালে পৌঁছেছেন। আনিসিমোভা আগামীকাল, তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলবেন।
চেক প্রজাতন্ত্রের ক্যাথরিনা সিনিয়াকোভা ও নেদারল্যান্ডসের সেন ভার্বিক জুটি, মিক্সড ডাবল্সের খেতাব জিতেছেন।