উইম্বলডন টেনিসে, পুরুষদের সিঙ্গেলসে নোভাক জোকোভিচ, ফ্লাভিও কোবোলিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। গতকাল অল ইংল্যান্ড ক্লাবে ইতালির ফ্লাভিও কোবোলিকে কোয়ার্টার ফাইনালে ৩-১-এ পরাজিত করেন তিনি। সেমিফাইনালে জকোভিচ, বিশ্বের এক নম্বর ইতালির জানিক সিনারের মুখোমুখি হবেন।
এদিকে, কার্লোস আলকারাজ, আগামীকাল সেমিফাইনালের অন্য ম্যাচে আমেরিকার টেলর ফ্রিটজের মুখোমুখি হবেন৷
মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর ইগা সুইয়াটেক, সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনসিকের বিরুদ্ধে খেলবেন।