মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2025 4:18 PM

printer

উইম্বলডন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে জ্যানিক সিনার – কার্লোজ আলকারেজ মুখোমুখি

উইম্বলডন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইতালির জ্যানিক সিনার, দু-বারের চ্যাম্পিয়ান স্পেনের কার্লোজ আলকারেজের মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় খেলা শুরু । সেমিফাইনালে আলকারেজ আমেরিকার টেলার ফ্রিজকে এবং সিনার সার্বিয়ার নোভাক জোকোভিজকে পরাস্ত করেন। আলকারেজ, সিনারের বিরুদ্ধে শেষ পাঁচটি মোকাবিলার সবকটিতেই জয়ী হয়েছিলেন।

অন্যদিকে, সিনার ২০২২-এ উইম্বলডনেই আজকারেজকে পরাস্ত করেছেন।

মহিলাদের সিঙ্গলসের ইগা সুইয়াতে আমনদা আনিসিমোভাকে হারিয়ে এই প্রথম উইম্বলডন সিরোপা অর্জন করলেন।

পোল্যান্ডের সুইয়াতের সামনে আমেরিকার আনিসিমোভা দাঁড়াতেই পারেননি। মাত্র ৫৭ মিনিটে ৬-০,৬-০ সেটে খেলা শেষ হয়ে যায়।

এদিকে, পুরুষদের ডাবলসে বহুদিন পর দু-জন ব্রিটিশ জুটি জুলিয়ান ক্যাস ও লয়েড গ্লাসপুল সিরোপা অর্জন করল। তারা অস্ট্রেলিয়ার রিংকি হিজিকাতা ও নেদারল্যান্ডের ডেভিট পেলকে হারিয়ে দেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন