July 12, 2025 6:19 PM

printer

উইম্বলডন ওপেন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা , ইগা সুইয়াতেক এর মুখোমুখি হবেন।

উইম্বলডন ওপেন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা , ইগা সুইয়াতেক এর মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায়। সুইয়াতেক সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিককে ৬-২, ৬-০ সেটে হারিয়ে ও আনিসিমোভা , সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। দুই খেলোয়াড়ই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেছেন।

এদিকে, আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জানিক সিনার, গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজের বিরুদ্ধে খেলবেন। গতকাল সেমিফাইনালে আলকারাজ, মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে ও ইতালির জানিক সিনার, সার্বিয়ার নোভাক জোকোভিচকে ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন।