উইকি লিকসের প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলীয় সমাজকর্মী জুলিয়ান অ্যাসাঞ্জে, আজ সিডনিতে প্যালেস্তাইনের পক্ষে এক বিশাল সমাবেশে যোগ দেন। হাজার হাজার প্রতিবাদকারী প্যলেস্তিনীয় জনগনের সমর্থনে সিডনী হারবার সেতু মিছিল করে অতিক্রম করেন। সিডনির লর্ড মেয়র ক্লোভার মুর এবং প্রাক্তন ফুটবলার ক্রেইগ ফস্টার জনতার মধ্যে ছিলেন। মেলবোর্নেও এধরনের এক সমাবেশে ২৫ হাজার মানুষ যোগ দেন। প্যালেস্টাইনকে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক জনমত ক্রমশ জোরদার হয়ে ওঠায় এধরনের সমাবেশের আয়োজন করা হচ্ছে। জুলাই মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সহ ১৫টি দেশের বিদেশমন্ত্রীরা প্যালেস্তাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সেপ্টেম্বর মাসে ফ্রান্স, রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্টাইনকে স্বীকৃতি জানানোর অভিপ্রায় ঘোষণা করে। আন্তর্জাতিক স্তরেও প্রতিবাদ ক্রমশ জোরদার হচ্ছে। গাজা ভূখণ্ডে চলতি মানবিক সঙ্কটের নিন্দা করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বহু মহিলা ‘মাদার্স ফর গাজা’ আন্দোলনে সামিল হয়ে নীরবে মিছিল করেন। তাঁদের হাতে ছিল নিপীড়িত ও ক্ষুধার্ত শিশুদের ছবি। ইজরায়েলি অবরোধের কারণে বুভুক্ষা ও গণহত্যার অবসান ঘটাতে তাঁরা দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ‘মাদার্স ফর গাজা’-র সদস্য ইরেন নাইট, পশ্চিমী দেশগুলির নীরবতার নিন্দা করে অবিলম্বে প্যালেস্তাইনে হিংসা বন্ধের আহ্বান জানিয়েছেন।
Site Admin | August 3, 2025 9:50 PM
উইকি লিকসের প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলীয় সমাজকর্মী জুলিয়ান অ্যাসাঞ্জে, আজ সিডনিতে প্যালেস্তাইনের পক্ষে এক বিশাল সমাবেশে যোগ দেন।
